যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সঙ্গে রাখুন, মামলা হতে বেচে থাকুন

যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সঙ্গে রাখুন,
মামলা হতে বেচে থাকুন

Keep with you the necessary documents of the vehicle,  Survive the lawsuit


আজকাল ঘর থেকে বের হলেই গাড়ি লাগে। দূরে কিংবা কাছে হেঁটে হেঁটে পার হ‌ওয়ার মানুষ খুবই কম। মানব জীবনের এক অনন্য অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে যানবাহন। দ্রুত হচ্ছে পারাপার এবং সংক্ষিপ্ত হচ্ছে জীবন। গাড়ি কিংবা যানবাহন যাই বলুক এটির কাগজ পত্র লাগবেই, যেকেউ উঠেই চালাতে পারবেন না। লাগবে দক্ষতা এবং বৈধতা।

|■| যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্রসমূহ
প্রতিটি দেশের প্রয়োজনীয়তা এবং পৃষ্ঠপোষকতার ভিত্তিতে যানবাহনের আইন এবং কাগজপত্র ভিন্ন হয়ে থাকে তবে অনেক গুলোতে মিল আছে। তাই এর উপর যত্নবান হ‌ওয়ার অনুরোধ র‌ইলো কারণ কাগজপত্র ছাড়া আপনার বিরুদ্ধে মামলা জেল জরিমানা সব‌ই হতে পারে।

৷●৷ মোটরসাইকেল
【√】রেজিস্ট্রেশন সার্টিফিকেট
【√】ইন্স্যুরেন্স সার্টিফিকেট
【√】ট্যাক্স টোকেন
【√】ড্রাইভিং লাইসেন্স

৷●৷ মাইক্রো/কার/বাস ভাড়ায় ব্যবহৃত হলে
【√】রেজিস্ট্রেশন সার্টিফিকেট
【√】ফিটনেস সার্টিফিকেট
【√】রুট পারমিট
【√】ট্যাক্স টোকেন
【√】ড্রাইভিং লাইসেন্স
【√】ইন্স্যুরেন্স সার্টিফিকেট

৷●৷ মাইক্রো/কার/বাস ভাড়ায় ব্যবহৃত না হলে
【√】রেজিস্ট্রেশন সার্টিফিকেট
【√】ফিটনেস সার্টিফিকেট
【√】ট্যাক্স টোকেন
【√】ড্রাইভিং লাইসেন্স
【√】ইন্স্যুরেন্স সার্টিফিকেট

৷●৷ যেভাবে মামলা হতে পারে
আপনার বিরুদ্ধে মামলা করার প্রয়োজন এবং যথাযথ মনে করলে কর্তব্যরত যেকোনো পুলিশ কর্মকর্তা এই মামলা করতে পারেন। রাস্তায় তাৎক্ষণিক মামলার ক্ষেত্রে মামলা প্রদানকারী কর্মকর্তা যানবাহনের একটি ডকুমেন্ট জব্দ করেন। তবে দুর্ঘটনার ক্ষেত্রে মোটরযান আইন ছাড়াও নিয়মিত মামলা হতে পারে।

৷■৷ যেসব কারণে যানবাহনের বিরুদ্ধে মামলা হতে পারে
বৈধ কাগজপত্র না থাকলে- যেমন,
【√】রেজিস্ট্রেশন সার্টিফিকেট
【√】ফিটনেস সার্টিফিকেট
【√】ট্যাক্স টোকেন
【√】ইন্স্যুরেন্স
【√】সাধারণ পরিবহনের জন্য রুট পারমিট
【√】চালকের ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি না থাকলে মোটরযান আইনে মামলা হতে পারে। এগুলোকে ডকুমেন্টারি মামলা বলা হয়।

৷■৷ অন‍্যান‍্য যেসব কারণে মামলা হতে পারে
সাধারণত যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় দুই কারণে ডকুমেন্টারি মামলা অর্থাৎ কাগজপত্র না থাকলে আর আইন অমান্য করলে যে মামলা হয় অর্থাৎ দেশের যানবাহন আইন, ট্রাফিক আইন, পুলিশ আইন ইত্যাদি আইন অমান্য করলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে।
【√】ভুল করা বা ট্রাফিক আইন না মানা
ট্রাফিক সিগন্যাল/লাইট না মেনে গাড়ি চালানো, বিপজ্জনকভাবে দ্রুত গতিতে গাড়ি চালানো, যখন-তখন লেন পরিবর্তন করা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ইত্যাদি কারণেও মামলা হতে পারে।

【√】যানবাহনের ত্রুটি থাকলে
যানবাহনের বিভিন্ন ত্রুটি যেমন হেডলাইট না জ্বলা বা না থাকা, ইন্ডিকেটর লাইট না থাকা বা না জ্বলা, সাধারণ পরিবহন/গাড়ির বডিতে পার্টিকুলার বা বিবরণ না থাকা, মালিক বা মালিকের নাম ঠিকানা না থাকা, গাড়িতে অতিরিক্ত আসন সংযোজন অথবা গাড়িতে বিআরটিএ অনুমোদন ছাড়া কোনো সংযোজন বা পরিবর্তন করা ইত্যাদি।

৷●৷ সাবধানতা !
দেশের আইন এবং ট্রাফিক আইনের প্রতি অনুগত্য পোষন করেই যানবাহন চলানো ভালো। কারণ এইসব আইন আপনার, আমাদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং মৃত্যু হতে রক্ষা করবে। ট্রাফিক অনিয়ম এবং যানজট থেকে রেহাই পাবেন। আপনার সময় বাচবে এবং ভ্রমণ নিরাপদ হবে।


No comments

Powered by Blogger.