সূর্যগ্রহণ নিয়ে নানান কুসংস্কার

সূর্যগ্রহণ নিয়ে নানান কুসংস্কার


Various superstitions about solar eclipse

আমাদের সমাজে এখনও অনেক কুসংস্কার বিদ‍্যমান। অথচ এই ধরনের কুসংস্কার কিংবা আচার আচরণ এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। কিন্তু তারপরো যুগের পর যুগ আমাদের দেশের মানুষ এই সব কুসংস্কার পালন করে আসছে। ভালো মন্দ পরখ করে দেখার‌ও প্রয়োজন মনে করে না। তাই এই সব কুসংস্কার এর বিপক্ষে শুধু মাত্র জনসচেতনতাই যতেষ্ট।

৷● গর্ভবতী নারীদের বাইরে বের হওয়া
প্রচলিত ধারণা অনুযায়ী, সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের শরীরে বিশেষ ধরণের জন্মদাগ থাকতে পারে। এমনকি সন্তানের হৃৎপিণ্ডে ছিদ্র থাকা বা বিকলঙ্গতা নিয়েও সন্তান জন্ম নিতে পারে। তাই, 'সংস্কার' আছে, সূর্যগ্রহণের সময়ে গর্ভবতী নারীদের ঘরের বাইরে যাওয়া ঠিক হবে না।

৷●৷ রান্নাবান্না  নিয়ে কুসংস্কার
আমাদের দেশে একটি কুসংস্কার প্রচলিত রয়েছে যে, সূর্যগ্রহণের সময় কোনো ধরণের খাবার বা পানীয় গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক জায়গায় এরকমও ধারণা রয়েছে যে সূর্যগ্রহণের সময় রান্না করা হলে সেটিও অমঙ্গলজনক। কিন্তু এরকম ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞানীরা কখনোই পাননি।

৷●৷ সূর্যগ্রহণের পর গোসল করা
সূর্যগ্রহণের ফলে তথাকথিত যেসব ক্ষতিকর রশ্মি শরীরের সংষ্পর্শে আসে, সেসব রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে সূর্যগ্রহণের শেষে গোসল করার উপদেশ দেয়া হয়ে থাকে কিছু ক্ষেত্রে। এই ধারণাটিও সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং ভিত্তিহীন। সূর্যগ্রহণের সময় যে আলাদাভাবে অতিরিক্ত ক্ষতি হবে, এই ধারণার কোনো ভিত্তি নেই।

৷●৷ তখন ভ্রমণ না করা
আমাদের দেশে এইরকম একটি কুসংস্কার আছে যে, সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে গ্রহণের সময় সূর্য থেকে নিঃসৃত ক্ষতিকর রশ্মি গায়ে লেগে ত্বকের ক্ষতি করতে পারে। আরো প্রচলিত আছে যে, সূর্যগ্রহণ চলাকালীন ভ্রমণ করলে তা অমঙ্গলজনক, এমন একটি ধারণা প্রচলিত রয়েছে আমাদের দেশের অনেক মানুষের মধ্যেই।

এইসব কুসংস্কার আমাদের দেশে হাজার হাজার বছর ধরে চলে আসছে। এতে করে অনেকেই বিশ্বাস না করলেও পালন করে থাকে কেননা একটু সংশয় একটু ভয় থেকেই যায়। এই কুসংস্কারের বৃত্ত থেকে আমাদেরকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে।





No comments

Powered by Blogger.