মোটরযানের আইন এবং দন্ডবিধি
মোটরযানের আইন এবং দন্ডবিধি
ভারতীয় উপমহাদেশে প্রথম মোটরযান আইন করা হয় ১৯৩৯ সালে। এরপর সময়ের প্রয়োজনেই এই আইনের আরও একটি অধ্যাদেশ ১৯৮৩ সালে পাস করা হয়, কাজেই সেটাও আদিযুগের। বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ মোটরযান আইন জেনে রাখুন। রাস্তাঘাটে চলতে উপকারে আসতে পারে।
৷◆৷ চালকের যোগ্যতা
লাইসেন্সবিহীন গাড়ি চালানো একটি দণ্ডনীয় অপরাধ। আইনের ১৩৮ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া কোনো মোটরযান অথবা যাত্রীবাহী মোটরযান চালালে অথবা অন্যকে চালনা করতে দিলে সর্বোচ্চ চার মাসের কারাদণ্ড অথবা ৫০০ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে
● আইন অনুসারে এ ধরনের অপরাধের ক্ষেত্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কোনো ওয়ারেন্ট ছাড়াই অভিযুক্ত চালককে গ্রেপ্তার করতে পারেন।
● চালকের পাশাপাশি সহকারী চালকের জন্যও লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
● মোটরযান আইনের বিধান অনুসারে, ২০ বছরের নিচে কোনো ব্যক্তি পেশাদার চালকের আসনে বসতে পারবে না।
৷◆৷ গাড়ির শ্রমিক
গাড়িতে চালকের পাশাপাশি এক বা একাধিক শ্রমিক থাকে। যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়কারীকে আমরা কন্ডাক্টর বলি।
● গাড়ির কন্ডাক্টর হতে হলে তার বয়স ১৮ বছর হতে হবে এবং কন্ডাক্টরের লাইসেন্স অবশ্যই থাকতে হবে।
● পঙ্গু প্রতিবন্ধী বা রোগাক্রান্ত কেউ কন্ডাক্টর হিসেবে গাড়িতে কাজ করতে পারবে না। আইনত এটি অপরাধ।
৷◆৷ মোটরযানের নিবন্ধন বাধ্যতামূলক
মোটরযান আইন অনুযায়ী, মোটরযান নিবন্ধন করা অবশ্যই প্রয়োজন। নিবন্ধিত না হয়ে থাকলে এবং নিবন্ধন চিহ্ন যথাযথভাবে গাড়িতে লাগানো না থাকলে ওই মোটরযানে যাত্রী বা মালামাল পরিবহন করা যাবে না।
৷◆৷ নির্ধারিত গতি
মোটরযান আইনের ১৪২ নম্বর ধারা অনুসারে,খুব দ্রুতগতিতে কোনো ব্যক্তি মোটরযান চালালে অভিযুক্ত ব্যক্তি প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ এক মাস কারাদণ্ড কিংবা সর্বাধিক ৩০০ টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত হতে পারেন। পূণরায় অনুরূপ অপরাধের জন্য সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড কিংবা সর্বাধিক পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং অনধিক এক মাস মেয়াদের জন্য লাইসেন্স বাতিল করা হতে পারে।
● রাস্তার বিপজ্জনক অবস্থায় যেমন- ঢালু জায়গা, উচুঁনিচু জায়গায় গাড়ি না থামাতে ড্রাইভারদের ওপর দায়িত্ব আরোপ করা হয়েছে।
● গাড়ির চালক বা কন্ডাক্টর গাড়ির বাম্পার, ছাদে বা ভেতর ব্যতীত অন্য কোনো স্থানে কোনো ব্যক্তিকে আরোহণ করতে দিতে পারবেন না।
● অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি যাত্রী নিতে পারবেন না।
উপরোক্ত আইনভঙ্গের কারণে প্রথমবারের জন্য সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড বা সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা বা উভয়দণ্ডে দণ্ডনীয় এবং পরবর্তী সময়ে একই অপরাধের জন্য সর্বাধিক ছয় মাস কারাদণ্ড অথবা সর্বাধিক পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয়দণ্ডে দণ্ডিত হবেন।
No comments