বাংলাদেশে চালু হচ্ছে গুগলের অফিস

বাংলাদেশে চালু হচ্ছে গুগলের অফিস

Google


গুগল বাংলাদেশের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি
তরুণ তানভীর রহমান। একইসঙ্গে গুগল যুক্তরাষ্ট্রের পরিচালক
হিসেবেও নিযুক্ত করা হয়েছে তাকে। তিনি একইসঙ্গে বাংলাদেশ
অফিস ও যুক্তরাষ্ট্র অফিসে কাজ করবেন।গুগলের অফিস চালু
হচ্ছে বাংলাদেশে। শিগগিরই এই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী
সুন্দর পিচাই এ বিষয়ে ঘোষণা দেবেন বলে জানা গেছে।

তানভীর রহমান  বলেন, ‘গুগল বাংলাদেশের পরিচালক
হিসেবে নিয়োগ পেয়েছি। আমি বাংলাদেশ অফিস ও যুক্তরাষ্ট্রে
কাজ করবো। শিগগিরই আমার নিয়োগের বিষয়টি গুগল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নতুন এই চ্যালেঞ্জ গ্রহণের
পাশাপাশি আমি তাদের সম্মানিত করতে চাই যারা বছরের
পর বছর ধরে আমাকে বিশ্বাস করেছে।
মন থেকে সবাইকে ধন্যবাদ জানাই।’

জাহিদ সবুরের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই পদ পেলেন তিনি। আগামী মাসের (নভেম্বর) প্রথম সপ্তাহ থেকে প্রাতিষ্ঠানিকভাবে
এই পদে কাজ শুরু করবেন তিনি। নতুন পরিচালক হিসেবে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহু-দেশীয় আন্তর্জাতিক
দায়িত্ব থাকছে তার কাঁধে।

জীবনে অনেক কঠিন পথ সফলতার সঙ্গে পাড়ি
দিয়েছেন তানভীর রহমান। তার এই পথচলা বেশ
উৎসাহব্যঞ্জক। অনেক জটিল পথ অতিক্রম করলেও
শেষ পর্যন্ত সব জায়গায় সফলই হয়েছেন তিনি।
গুগলের নতুন দায়িত্ব পাওয়া সেটাই প্রমাণ করে।

গুগল এর আগে বাংলাদেশে কাজী মনিরুল কবীরকে
কান্ট্রি কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছিল।
তার সময়ে বাংলাদেশে গুগলের অফিস চালুর কথা
শোনা গেলেও পরে আর তা হয়নি। কাজী মনিরুল কবীর
সিঙ্গাপুরে গুগলের অফিস থেকে বাংলাদেশ কার্যক্রম সামলাতেন।
গুগলে কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট হিসেবে কিছুদিন কাজ
করেছেন বাংলাদেশের কাজী আনওয়ারুস সালাম।



No comments

Powered by Blogger.