রাস্তায় চলাচলের সাধারণ নিয়ম

General rules of the road
রাস্তায় চলাচলের সাধারণ নিয়ম 

নিজে মেনে চলুন, অন্যদেরক নিরাপদ রাখুন

General rules of the road



পথ চলার সময় আমাদের যেমন অনেক বিড়ম্বনায় পড়তে হয়। সেই তেমনি আবার আমরাই হয়ে যাই অনেকের জন্য বিড়ম্বনার কারণ। কারণ এই পথ চলার সঠিক নিয়ম আমরা অনেকেই জানিনা। তাই এখানে রাস্তা চলাচলের কিছু সাধারণ নিয়ম নিম্নে তুলে ধরা হলো। জনস্বার্থে এগুলো পোষ্ট হিসেবে দেওয়া হয়েছে। যেন সবাই জানতে পারেন। 

|●| রাস্তায় চলাচলের সাধারণ নিয়ম 
আবর্জনা, কাগজের টুকরা, ফলের খোসা ও অন্যান্য ময়লা রাস্তায় ফেলা থেকে বিরত থাকুন।  আজকে থেকে রাস্তা বা পার্কে বা চলার পথে আবর্জনা ময়লা ফেলা বন্ধ করুন। ময়লা নির্দিষ্ট স্থানে ফেলুন।

【√】মোবইলে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। খুবই গুরুত্বপূর্ণ বা জরুরী কল হলে আগে কথা শেষ করুন, তারপর রাস্তা পার হবেন, কেননা জরুরী কথার চেয়েও জরুরী আপনার বেঁচে থাকা।
【√】এক কানে অথবা উভয় কানে হেডফোন লাগিয়ে রাস্তা পারাপার হবেন না। কেননা তখন আপনি কোন গাড়ির হর্ণ এর শব্দ শুনতে পাবেন না। আর যখন তখন হতে পারে মারাত্মক দুর্ঘটনা। 
【√】হাঁটতে হাঁটতে পরিচিত কারও সাথে দেখা হলে চলাচলের মাঝপথেই না দাঁড়িয়ে অন্য পথচারীদের চলার জায়গা রাখুন।একটুখানি জায়গা ছেড়ে দিয়ে পাশেই কোথাও দাঁড়িয়ে কথা বলুন।
【√】রাস্তায় চলাচলের সময় এইদিকে- সেইদিকে থুথু ফেলা থেকে বিরত থাকুন। কেননা আপনার থুথুতে মারাত্মক জীবাণু থাকতে পারে। অন‍্যকেউ আপনার থুথু দেখলে ঘৃণাও লাগতে পারে। 

【√】ছোট ছেলে-মেয়েদের নিয়ে রাস্তায় হাঁঁটার সময় গাড়ি গুলো যেদিকে চলাচল করে, তার উল্টোদিকে তাদের হাত ধরে হাঁটুন। এবং একাধিক বাচ্চা থাকলে তাদের দলবদ্ধ থাকতে বাধ্য করুন।
【√】যদি আপনার খুব দ্রুত যাওয়া জরুরী হয়, তাহলে দ্রুত চলাচলের সময় কারও গায়ে ধাক্কা লাগার আগে সতর্কতা অবলম্বন ক‍রুন। অসতর্ক ভাবে ধাক্কা লাগলে ‘দুঃখিত’ বা ‘স্যরি’ বলুন।
【√】ধীরে ধীরে হাঁটছেন কারণ তেমন তাড়া নেই বা শারীরিক দিক থেকে অসুস্থ, তাহলে পথের মাঝ বরাবর না হেঁটে একপাশে জায়গা ছেড়ে হাঁটুন।
যাতে আপনার ধীরগতির জন্য অন‍্যের সমস্যা না হয়। 
【√】গাড়িতে চলাকালীন সময় বাহিরে কিছু ছুঁড়ে মারবেন না। এতে করে সেটি যে কারও গায়ে লাগতে পারে।এতে করে অন‍্যকেউ মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারেন আপনার অনিচ্ছা সত্ত্বেও। 

মনে রাখবেন !
মোটরসাইকেল চালানোর সময় ওভারটেক করা থেকে বিরত থাকুন। কারণ এই ওভারটেকিং প্রতিযোগিতা অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে। এর কারণে অনেক পরিবার অকালে নিস্তেজ হয়ে যায়। সুতরাং মোটরসাইকেল আরোহী এবং চালক সকলকেই সাবধানতা অবলম্বন করতে হবে।
সংকলক, লেখক: A N I 
THANK YOU ALL.

No comments

Powered by Blogger.