গাছের ফল ক্রয় বিক্রেতে রাসূল (সাঃ) এর আদেশ নিষেধ

গাছের ফল ক্রয় বিক্রেতে রাসূল (সাঃ) এর আদেশ নিষেধ

The Prophet (peace and blessings of Allaah be upon him) forbade buying and selling fruit


যেকোনো লেনদেনে এক তরফা একপক্ষের ক্ষতি হোক, এটা ইসলাম কখনোই সমর্থন করে না। লেনদেনের ক্ষেত্রে খুবই সচ্ছতা বজায় রাখতে বলা হয়েছে। কেননা সৎ এবং মাপে সঠিক দেওয়া ব‍্যবসায়ীরা কেয়ামতের দিন শহীদের মর্যাদা পাবেন। আমাদের দেশের গতানুগতিক ব‍্যবসায়ীক লেনদেনে অনেক ভারসাম্যহীনতা রয়েছে, এরজন্য দুপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।তাই এই বিষয়গুলো ভেবে দেখা প্রয়োজন। 


|◆| ফল গাছে থাকতে বিক্রি নিষেধ
হযরত ইবনে উমর রাযি. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুযাবানার সূরতে ক্রয়-বিক্রয় থেকে নিষেধ করেছেন। মুযাবানা খেজুরের মধ্যে এভাবে করা হয় যে, বাগানের গাছে খেজুর রয়েছে। অনুমান করা যে, বৃক্ষ থেকে ছিন্ন করে শুকালে এতে কী পরিমাণ খুরমা হবে? 

ঐ পরিমাণ খুরমা প্রদান করে তার বিনিময়ে বৃক্ষের খেজুর বৃক্ষে রেখে ক্রয় করা। মুযাবানা আঙ্গুরের মধ্যে এভাবে করা হয় যে, গাছে আঙ্গুর রয়েছে। অনুমান করা যে, শুকালে কী পরিমাণ কিশমিশ হতে পারে? সে মতে মেপে ঐ পরিমাণ কিশমিশের বিনিময়ে গাছের আঙ্গুর ক্রয় করা। 

আর শস্যের মধ্যে এভাবে হয় যে, ক্ষেতে শস্য আছে। অনুমান করা যে, এতে খাদ্য কী পরিমাণ আছে? মেপে সে পরিমাণে ঐ জাতীয় খাদ্য প্রদান করে ক্ষেতের শস্য ক্রয় করা। এসব হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন।

|◆| গাছের ফল খাওয়ার উপযোগী না হলে বিক্রি করা নিষেধ
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাছের ফল উপযোগী হওয়ার আগে তা ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। এ নিষেধাজ্ঞা বিক্রেতা ও ক্রেতা উভয়ের জন্য প্রযোজ্য।

সহীহ মুসলিমের এক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন খেজুর বিক্রি করবে, যতক্ষণ না তাতে লাল বা হলুদ রং আসে এবং গম-যব ইত্যাদি শিষ জাতীয় বস্তু যতক্ষণ পূর্ণ পেকে সাদা রং ধারী না হয়ে যায় অর্থাৎ কোন প্রকার দুর্যোগে নষ্ট হওয়ার সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর বিক্রি করবে।

|◆| গাছের ফল লাল হওয়ার আগে বিক্রি নিষেধ
হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন ফল লাল হওয়ার আগে বিক্রি করতে। তিনি বলেছেন, ফল পাকার আগে বিক্রি করার পর আল্লাহ তা‘আলার সৃষ্ট কোন দুর্যোগে যদি ফল বিনষ্ট হয়ে যায়, তবে মুসলমান বিক্রেতা কিসের বিনিময়ে ক্রেতা থেকে টাকা আদায় করবে?

|◆| গাছের ফল অগ্রিম বিক্রি করা নিষেধ
হযরত জাবের রা, থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয়েক বছরের জন্য অগ্রিম ফল বিক্রি করা থেকে নিষেধ করেছেন এবং তিনি পরামর্শ দিয়েছেন আহরণের আগে যা বিনষ্ট হয় তার মূল্য কর্তন করতে।


No comments

Powered by Blogger.