আমেরিকা আবিস্কারের আসল কাহিনী
আমেরিকা আবিস্কারের আসল কাহিনী
আমেরিকা কে আবিস্কার করেছিল ? এর উত্তর খুবই সোজা,ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু না আমেরিকা আবিস্কার নিয়ে রয়েছে ইতিহাসবিদদের মতবিরোধ, কেউ কেউ কলম্বাসের কথা শিকার করতে নারাজ। কেননা কলম্বাসেরও আগে আমেরিকায় অনেক আদিবাসী বাস করতো,আবার কেউ কেউ বলছেন আমেরিকায় কলম্বাসেরও আগে ইউরোপের ভাইকিংসদের যাতায়াত ছিল, অনেকের মতো সেখানে কলম্বাসের দুই তিনশো বছর আগে মুসলিম নাবিকগন গিয়েছিল বলে প্রমানও আছে ,
মহতী বন্ধু চলুন জেনে নিই আমেরিকা আবিস্কারের আসল ইতিহাস ।
সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের আবিষ্কারক কে? বিগত একশত বছর ধরে এই নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতবিরোধ হয়ে আসছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এই দেশের ইতিহাস খুব বেশি পুরনো নয়। একদল বলেন এখানকার আদিবাসীরাই আমেরিকার প্রকৃত আবিষ্কারক। আরেক দল বলেন ইউরোপের ভাইকিং নাবিকরা প্রথম আমেরিকায় পা রেখে ছিল।
আরেক দল বলেন যে মুসলিম অধিবাসীরাই আমেরিকা আবিষ্কার করেন। সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব ইরদোয়ান তার এক সেমিনারে আমেরিকা আবিষ্কার করার পেছনে মুসলমানদের ভুমিকার কথা উল্লেখ করলে বিষয়টি নিয়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়। তবে অধিকাংশ ইতিহাসবিদ বলেছেন যে আমেরিকা আবিষ্কার এর পেছনে কলম্বাসের অবদান নেই।
তারা এই সত্যতার ব্যখ্যাও দিয়েছে, তবে সেই ব্যখ্যা শোনার আগে কলম্বাসের আমেরিকা আবিষ্কারের তথাকথিত যুক্তি ভালো করে বুঝতে হবে। প্রাচীন কাল থেকেই ইউরোপের বিভিন্ন দেশের সাথে এশিয়ার বিভিন্ন দেশের বানিজ্য ছিল, যেমন ভারত, চিনের সাথে। চিন থেকে বিভিন্ন ধরনের সিরামিকের জিনিস পত্র যেত এবং ভারত থেকে মসলা, সূতি কাপড়, সোনার গহনা যেতো।
এই বানিজ্যিক কার্যক্রম পরিচালিত হতো মুলত সিল্টরুট ব্যবহার করে। সিল্টরুট ব্যবহারের ফলে এই ব্যবসা অনেকটাই ছিল তুর্কি, মঙ্গল, ও আরব বণিকদের দখলে। এর কারণে ইউরোপীয়রা তাদের কাছ থেকে এই সব জিনিস খুবই চড়া ধামে কিনতে হতো। এর ফলে ইউরোপীয়রা ভারত বর্ষে যাতায়াতের জন্য জলপথ আবিষ্কার করতে মরিয়া হয়ে ওঠে।
স্প্যানিস নাবিকরা জলপথ আবিস্কারে বারবার ব্যর্থ হতে থাকে। তখন ইতালিয়ান নাবিক কলম্বাস স্পেনের রাজা এবং রানীর সরনাপন্ন হন। কলম্বাস রাজা এবং রানীকে তার দুই তিন বছর ধরে সাজানো পরিকল্পনার কথা বলেন। এক পর্যায়ে রাজা রানী তার এই প্রকল্পের ব্যয় ভার বহন করতে সম্মত হন।
কলম্বাসের পরিকল্পনা যথেষ্ট বাস্তবসম্মত না হলেও তৎকালীন সময়ের মসলা ও আফিম বানিজ্যের নিয়ন্ত্রন পাওয়ার জন্য কলম্বাসকে স্প্যনিসরা সহায়তা করে। সেই অভিযানেই কলম্বাস আমেরিকা আবিস্কার করেছে বলে প্রচার করা হয়েছে। সেই অর্থে বলা যায় আমেরিকা আবিস্কার হয়েছে ভারত বর্ষের জল পথ আবিস্কার করতে গিয়ে।
আমেরিকা আবিষ্কার করার কোন ইচ্ছা কলম্বাসের ছিল না। কারণ তৎকালীন সময়ের মানচিত্রে আমেরিকার কোন অস্তিত্বই ছিল না। তখন মনে করা হতো ইউরোপ থেকে এশিয়া যাওয়ার পথে পড়বে বিসাল এক সমুদ্র। আর এত দীর্ঘ পথের রশদ নিয়ে যাত্রা করার মতো জাহাজ তখনকার সময় ছিল না। সে জন্যই দীর্ঘ দিন থেকেই ইউরোপীয়রা ভারতে আসতে চাইলেও সহজেই আসতে পারছিল না।
No comments