৭টি জিনিস সব মেয়েরাই কামনা করেন
A N I
ANOWAR NURUL ISLAM
7 THINGS A GIRL WANTS
7 টি জিনিস সব মেয়েরাই কামনা করেন
【1】 GOOD MORNING TEXTS |
শুভসকাল বার্তা । একটি মেয়ে সব সময় আশা করে যে তার ভালোবাসার মানুষটি তাকে প্রতিদিন খুব সকালে শুভসকাল বার্তা পাঠাক । এবং এতে সে
অনেক আনন্দ আর আত্নবিশ্বাস ফিরে পায় । তাই প্রতিদিন খুব খেয়াল করে, খুব যত্ন করে ভালোবাসার মানুষটিকে একটা শুভসকাল সঙ্গে অনেক গুলো শুভকামনার বার্তা পাঠিয়ে দেবেন ।
【2】 FOREHEAD KISSES |
কপালে চুমু খাওয়া । গভীর কিছু থেকে ছোট ছোট পাওয়া গুলো মেয়েদের অনেক আনন্দ দেয় যেমন আলতো করে জড়িয়ে ধরে মিষ্টি করে তার কপালে একটা চুমু দেওয়া । এতে অনেক আবেগের বহিঃপ্রকাশ ঘটে । আপনি যতই অপরাধ করুন, তার চোখে চোখ রেখে কপালে একটা চুমু দিলেই অনেকটুকু মিটে যাবে । সুতরাং এই ব্যাপারটা খুব খেয়াল রাখতে হবে ।
【3】 HUGS FROM BEHIND |
পিছন থেকে জড়িয়ে ধরা । আসলেই ভালোবাসার সুখ বড়ই নিখুঁত । কোথাও মরমী স্পর্শ ভালোবাসা আরো মধুর করে দেয় । তাই গভীর কিছু চিন্তা না করে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে ।
【4】 RESPECT |
সমীহ করা । এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ কারণ একটি মেয়ে সব সময় খেয়াল করে যে আপনি তাকে কতটুকু সমীহ বা সম্মান করেন । আপনি তাকে যথাযথ মূল্যায়ন করতে পারলে আমার বিশ্বাস আপনি তার সবটুকু ভালোবাসাই পাবেন । তাই আপনি এই জিনিসটা মোটেও ভুলে যাবে না ।
【5】 LOTS OF GOOD |
শুভকামনা আর কল্যাণময় জীবন সবারই কাম্য । এক্ষেত্রে মেয়েদের একটু বেশিই, ঘর সংসার তারাই তো আগলে রাখে । তারা চায় সৌভাগ্য যেন সব সময় তাদের সহায়ক হয় । কেননা সুখ সংসার এগুলো সবার কপালে সৌভাগ্য নিয়ে আসে না । তাই মেয়েরা এবিষয় নিয়ে একটু বেশি ভাবেন ।
【6】 LOTS SLEEP |
মেয়েরা ঘুমোতে খুব পছন্দ করে । টুকটাক হাতের কাজ সারিয়ে ঘুমিয়ে পড়ে । এক্ষেত্রে মেয়েরা ছোটখাটো পরিবারে বিয়ে করতে বেশি আগ্রহী ।
কেননা বড় পরিবার গুলোতে স্বাভাবিকভাবেই কাজের চাপ একটু বেশিই থাকে । কিন্তু অনেক মেয়েরাই তা পছন্দ করেন না ।
【7】 A GUY WHO LOVES HER SOUL |
একটি ছেলে যে তার আত্মাকে ভালোবাসবে ,তার দেহ কিংবা আর্থিক দিক দিয়ে না দেখে । ভালোবাসার অনেক রং হয়,ভালোবাসা মন দিয়ে শুধু মনকেই আকড়ে ধরতে হয় । ছেলে কিংবা মেয়ে আসলেই সবাই চায় যে তার প্রিয়জন তার দেহ কে ভালো না বেসে তার মন কিংবা আত্মকে ভালোবাসুক ।
THANK YOU ALL.
A N I .
No comments