10 টি লক্ষণ দেখলেই মনে করবেন রিলেশনশিপ থেকে সরে যাওয়ার সঠিক সময় |

Playstore


A N I
ANOWAR NURUL ISLAM
TOP 10 SIGNS IT'S TIME TO MOVE ON
FROM A RELATIONSHIP .
10 টি লক্ষণ ,
একটি সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।


【1】 WHEN YOU LIVE IN PAST MEMORIES MORE THAN THE PRESENT.
যখন আপনি অতীত স্মৃতিতে ডুবে থাকবেন বর্তমানের চেয়ে বেশি, তখন আপনার সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

【2】 WHEN THE RELATIONSHIP BRINGS YOU MORE PAIN THAN JOY.
রিলেশনশিপ যখন আপনাকে আনন্দের চেয়ে বেশী ব‍্যথা দেয়, ঠিক তখনই সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

【3】 WHEN HE/SHE EXPECTS YOU TO CHANGE.
যখন একে অন‍্যকে পরিবর্তন করতে আগ্রহী হয়ে পড়েন, ঠিক তখনই সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

【4】 WHEN YOU STAY ON, EXPECTING HE/SHE WILL CHANGE.
আপনি যখন বুঝতে পারেন যে সে আপনাকে পরিবর্তন করতে পারে ,ঠিক তখনই সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

【5】 WHEN YOU KEEP JUSTIFYING HIS/HER ACTIONS TO YOURSELF.
যখন আপনি ন‍্যায় বিচার করেও আপনার প্রতি তার বাধ‍্যবাধকতা দেখতে পান , অর্থাৎ আপনার গ্রহণ যোগ্যতা না থাকে , ঠিক তখনই সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

【6】 WHEN HE/SHE IS CAUSING YOU EMOTIONAL/PHYSICAL/VERBAL HURT .
যখন সে আপনার ইমোশনাল অথবা শারীরিক অথবা মৌখিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় , ঠিক তখনই সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

【7】 WHEN THE SAME SITUATION/ISSUE RECURS EVEN THOUGH YOU TRIED ADDRESSING IT.
যখন আপনি কোন সমস্যা কিংবা পরিস্থিতি পূণরাবৃত্তি করতে না চান,কিন্তু সেটাই আপনার সাথে পূণরায় হয়ে যায় , ঠিক তখনই সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

【8】 WHEN NEITHER OF YOU FEEL THE SAME WAY ABOUT EACH OTHER.
যখন আপনাদের মধ্যে কেউ একে অপরের সম্পর্কে একই ভাবে অনুভব করবেন না। ঠিক তখনই সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

【9】 WHEN YOU STAY ON EXPECTING THINGS TO GET BETTER.
যখন আপনি এর চেয়েও ভালো কিছুর আশা করেন অর্থাৎ বর্তমান সম্পর্কের চেয়েও ভালো কোন সম্পর্কের আশা করেন , ঠিক তখনই সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

【10】 WHEN HE/SHE PUTS LITTLE TO NO AFFORD IN THE RELATIONSHIP.
যখন সম্পর্কের মধ্যে দুজনেই ছোটখাট সমস্যা গুলো সমাধানের সামর্থ্য রাখেন না ,ঠিক তখনই সম্পর্ক থেকে সরে যাওয়ার সঠিক সময়।

THANK YOU ALL .
∆ N I .

Powered by Blogger.