জীবনের 6টি নীতিশাস্ত্র |

Plus store


A N I
ANOWAR NURUL ISLAM
6 ETHICS OF LIFE, জীবনের 6টি নীতিশাস্ত্র |


(1) BEFORE YOU PRAY - BELIEVE | প্রার্থনা করার আগে - বিশ্বাস করুন |
প্রার্থনা করার আগে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করুন । আপনি যেই ধর্মের অনুসারী হোন না কেন আপনাকে মনে প্রানে বিশ্বাস করতে হবে যে না আমার কর্তাই আমার সব,আমার কর্তা আমাকে দেবেন । তাহলে আপনি আপনার স্রষ্টার কাছে যাহাই চাইবেন, আপনার স্রষ্টা আপনাকে দান করবেন ।

(2) BEFORE YOU SPEAK - LISTEN | আপনি কথা বলার আগে - শুনুন |
আপনি কথা বলার আগে ভালো করে শুনুন, তার পর কথা বলবেন । তাহলে আপনার কথায় কোন ভুল থাকবে না । না শুনে, না বুঝে কোন ধরনের কথা না বলাই ভালো । আপনি আপনার কথার মধ্যেই আপনার জ্ঞানের পরিধি বোঝাবেন, কাজেই কথার বলার আগে ভেবে শুনে কথা বলতে হবে ।

(3) BEFORE YOU SPEND - EARN | ব্যয় করার আগে - আয় করুন |
ব‍্যয় করার আগে আয় করুন । আপনি যদি আয় না করে ব‍্যয় করা শুরু করেন তাহলে আপনার ভারসাম্য নষ্ট হবে । আপনি যদি প্রতি দিন একশত টাকা ব‍্যয় করেন তাহলে আপনাকে আগে দুইশত টাকা আয় করার ব‍্যবস্থা করতে হবে । সুতরাং আগে আয়ের উৎস খুঁজে বের করুন ।

(4) BEFORE YOU WRITE - THINK | আপনি লিখার আগে - চিন্তা করুন |
কোন কিছু লিখার আগে ভালো ভাবে চিন্তা করে লিখুন । আপনি যদি কোন মহান ব‍্যক্তি নাও হন আপনার চিন্তা অনুযায়ী আপনাকে লিখতে হবে । যে কোন বিষয়ে লেখালেখির আগে সে বিষয় সম্পর্কে ভালো ভাবে জ্ঞান অর্জন করতে হবে । আপনি না হয় হাসির পাত্রে পরিনত হয়ে যাবেন ।

(5) BEFORE YOU QUIT - TRY | আপনি ছাড়ার আগে - চেষ্টা করুন |
কোন কিছু ছাড়ার আগে চেষ্টা করুন । নৈরাশ না হয়ে চেষ্টা করে দেখুন, হয় তো হয়েও যেতে পারে । কথায় আছে একবার না পারিলে দেখ শতবার । মানুষ চেষ্টা করলে সফল হতে পারবে । এই বিশ্বাস রাখতে হবে ।

(6) BEFORE YOU DIE - LIVE | আপনি মারা আগে - বাঁচুন |
মরার আগে প্রান খুলে বাঁচুন । আপনি মনে রাখবেন এই সুন্দর পৃথিবীতে আপনি একবার‌ই এসেছেন আর আসা হবে না । সুতরাং এই সুন্দর পৃথিবীতে সবচেয়ে ভালো উপায়ে ভালো ভাবে জীবন যাপন করুন ।

THANK YOU ∆LL.
∆ N I .

Powered by Blogger.