মহিলাদের কাফন এবং পুরুষের কাফন'এর কাপড় পরানোর নিয়ম
Rules for wearing women's shrouds and men's shrouds
মহিলাদের কাফন এবং পুরুষের কাফন'এর কাপড় পরানোর নিয়ম
পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই একদিন মরতে হবে। এক কথা চিরসত্য। মুসলমান হিসেবে মৃত্যুর পর আমাদের শেষকৃত্তের কিছু কিছু নিয়ম কানুন রয়েছে। যা কোরআন এবং হাদীস দ্বারা পরিচালিত, এই যেমন মৃত্যুর পর গোসল করানো, কাফনের কাপড় পরিধান করানো, কবর দেওয়া ইত্যাদি। এইসব কিছু সকলের জ্ঞান থাকা খুবই দরকার। কারণ আমাদের আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন একে সবাই যাচ্ছে, আমাদেরকেও একদিন চলে যেতে হবে।
|●| পুরুষের কাফনের কাপড় তিনটা হওয়া সুন্নাত
【√】ইজার
এটা মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে।
【√】লেফাফা/চাদর
এটা ইজার থেকে ৪ গিরা(৯ইঞ্চি) লম্বা হবে।
【√】কুর্তা/জামা
(হাতা ও কল্লী বিহীন) এটা গর্দান থেকে পা পর্যন্ত লম্বা হবে।
|●| মহিলাদের কাফনের কাপড় পাঁচটা হওয়া সুন্নাত
【√】ইজার
এটা মাথা থেকে পা পর্যন্ত লম্বা হবে।
【√】লেফাফা/চাদর
এটা ইজার থেকে ৪ গিরা (৯ইঞ্চি) লম্বা হবে।
【√】কুর্তা/জামা
(হাতা ও কল্লী বিহীন) এটা গলা থেকে পা পর্যন্ত লম্বা হবে।
【√】সীনা বন্দ
এটা বগল থেকে রান পর্যন্ত হওয়া উত্তম। নাভি পর্যন্ত হলেও চলে।
【√】সারবন্দ/উড়না
এটা তিনহাত লম্বা হতে হবে।
|●| পুরুষের কাফন পরিধান করানোর নিয়ম
পুরুষের কাফন পরানোর নিয়ম হল, প্রথমে লেফাফা/চাদর বিছাবে। তার উপর ইজার। তার উপর জামার নীচের অর্ধাংশ বিছাবে এবং অপর অর্ধাংশ মাথার দিকে গুটিয়ে রাখবে। তারপর মাইয়্যেতকে এই বিছানো কাফনের উপর চিত করে শোয়াবে এবং জাামর গুটানা অর্ধাংশ মাথার উপর দিয়ে পায়ের দিকে এমনভাবে টেনে আনবে যেন জামার ছিদ্র (গলা) মাইয়্যেতের গলায় এসে যায়।
এরপর গোসলের সময় মাইয়্যেতকে যে কাপড় পরানো হয়ে ছিল সেটা বের করে নিবে এবং নাক, কান ও মুখ থেকে তুলা বের করে নিবে। তারপর মাথা ও দাড়িতে আতর প্রভৃতি খুশবু লাগাবে। কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় হাঁটু ও উভয় পায়ে এবং সাজদার অঙ্গসমূহে কর্পূর লাগবে। তারপর ইজারের বাম পাশ উঠাবে অতঃপর ডানপাশ উঠাবে।
অতঃপর কাপড়ের লম্বা টুকরা বা সুতা দিয়ে মাথা এবং পায়ের দিকে এবং মধ্যখানে কোমরের নীচে বেঁধে দিবে, যেন বাতাসে বা নড়াচড়ায় কাফন খুলে না যায়। আস্তে আস্তে জানাযার নামাযের জন্য প্রস্তুত করবে।
|●| মহিলার কাফন পরিধান করানোর নিয়ম
প্রথমে লেফাফা বিছাবে, তারপর ইজার, তারপর সীনাবন্দ, তারপর জামার নীচের অর্ধাংশ। তারপর মাইয়্যেতকে কাফনের উপর চিৎ করে শোয়াবে। অতঃপর পূর্ব বর্ণিত নিয়মানুযায়ী প্রথমে জামা পরিধান করাবে, অতঃপর মাইয়্যেতের শরীর থেকে গোসলের কাপড় বের করে নিবে এবং নাক, কান ও মুখ থেকে তুলা বের করে নিবে।
অতঃপর সারবন্দ বা উড়না মাথা এবং চুলের উপর রেখে দিবে (বাঁধবে না বা পেঁচাবে না)। অতঃপর সীনাবন্দ বগলের নীচে দিয়ে প্রথমে বাম দিকে অতঃপর ডান দিকে জড়াবে। অতঃপর ইজারের বাম দিক তারপর ডান দিক এমনভাবে উঠাবে যেন সারবন্দ তার ভিতর এসে যায়। তারপর লেফাফা অনুরূপ ভাবে প্রথমে বাম পাশে তারপর ডান পাশে উঠাবে এবং সর্বশেষে পূর্বোক্ত নিয়মে তিন স্থানে বেঁধে দিবে। উল্লেখ্য, সীনাবন্দ ইজার ও লেফাফার মধ্যে বা সব কাপড়ের উপর বাইরেও বাঁধা যায়।
No comments