রুট ক‍্যানেল'এর সংজ্ঞা, চিকিৎসা এবং প্রয়োজনীয়তা

রুট ক‍্যানেল'এর সংজ্ঞা, চিকিৎসা এবং প্রয়োজনীয়তা

root canal | রুট ক‍্যানেল

root canal


অনেক সময় আমাদের দাঁতে ক্যারিজ বা আঘাত জনিত কারনে দাঁতের স্তর ক্ষয় হয় কিংবা দন্ত মজ্জায় ইনফেকশন হয়ে থাকে তাতেই অনেক সময়  আমাদের দাঁতের রুট ক্যানেল চিকিৎসার দরকার হয়ে পড়ে। এই চিকিৎসা ছাড়া আর উপায় থাকে না। 

৷★৷ রুট ক্যানেল কাকে বলে
মুলত এই চিকিৎসায় দন্তমজ্জা ফেলে দিয়ে দাঁতের মধ্যকার সমস্ত ইনফেকশন উপযুক্ত পদ্ধতিতে পরিষ্কার করে বিশেষ ধরনের ওষুধ দিয়ে ড্রেসিং দিয়ে দাঁতটিকে পুরাপুরি সিল করে বিশেষ ধরনের ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে ফিলিং করে দেওয়া হয়।

৷★৷ রুট ক্যানেল'এর প্রয়োজনীয়তা
যখন দন্ত মজ্জায় ইনফেকশন হয় তখন দাঁতে ব্যথা অনুভব হয়, দাঁতের রং পরিবর্তন হয়ে যায়, দাঁতের ভেতরে বড় গর্ত হয়ে যায়, এমনকি দাঁত ভেঙ্গে যাবার উপক্রম হয়। যদি অল্প অবস্থায় চিকিৎসা না করানো হয় তাহলে দাঁতের গোঁড়ায় ও মাড়িতে পুঁজ জমে যা পরবর্তীতে দাঁতটিকে স্থায়ী ভাবে নষ্ট করে ভেঙ্গে ফেলতে পারে। অনেক সময় আপনার মুখে ক্যান্সার হয়ে তা ছড়িয়ে পড়ে মৃত্যুও হতে পারে।

অনেক সময় দেখা যায় ক্যারিজ শুধু মাত্র দাঁতের এনামেল বা ডেন্টিনের সামান্য অংশে ছড়িয়েছে সেক্ষেত্রে ওই অংশটুকু পরিষ্কার করে শুধু ফিলিং করে দিলেই চলে। কিন্তু যদি দেখা যায় ইনফেকশন দাঁতের পাল্প বা দন্ত মজ্জা পযর্ন্ত ছড়িয়েছে এবং তীব্র ব্যাথা অনুভব করছেন, সেক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসার প্রয়োজন হয়।

৷★৷ রুট ক্যানেল পরবর্তী চিকিৎসা
রুট ক্যানেল ট্রিটমেন্টে দাঁতের ভিতরের সম্পূর্ণ দন্তমজ্জাটুকু বের করে ফেলে দাঁতটিকে মৃত করে দেয়, ফলে দাঁতটির স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় এবং দাঁতটি খুব সহজেই ভেঙে যেতে পারে। তাই আমরা দাঁতের উপর এক ধরনের কৃত্তিম মুকুট পরাই যেটাকে ক্রাউন বা ক্যাপ বলে। যা আপনার মৃত দাঁতের স্থায়িত্ব বহু বছর বাড়িয়ে দেয়।

মনে রাখবেন !
রুট ক‍্যানেল করার পর দাঁতের কোন বাড়তি যত্নের দরকার হয় না। শুধু নিয়মিত দুই বার সঠিক নিয়মে দাঁত ব্রাশ করুন। দাঁতের মাড়ির যত্ন নিন। কাঠি দিয়ে কখনোই দাঁত পরিস্কার করবেন না। আর নিয়মিত ডেন্টাল  চেকআপ করাতে হবে। পরামর্শ নিতে হবে। 
সংকলক, লেখক: A N I 
THANK YOU ALL

No comments

Powered by Blogger.