মোবাইল থেকে যে ২৪ অ্যাপ এখনই সরিয়ে ফেলা উচিত |
A N I |
10 | SEPTEMBER | 2019 |
THE 25 APPS THAT SHOULD BE REMOVED FROM MOBILE NOW |
মোবাইল থেকে যে ২৪ অ্যাপ এখনই সরিয়ে ফেলা উচিত |
আমরা প্লে স্টোরে অথবা ফেসবুকে বিজ্ঞান দেখে যেন তেন এ্যপস ডাউনলোড করে ফেলি । কিন্তু একবারো এর রেটিং পয়েন্ট কিংবা এর মান যাচাই বাছাই করি না । এর কারণে আমাদের মোবাইল ফোন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকে । এ ব্যপারে আমাদের আরো সতর্ক হতে হবে ।
সম্প্রতি একটি ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম গুগল প্লে স্টোরে থাকা কয়েকটি অ্যাপে ছড়িয়েছে। এসব অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা থাকলে তা ব্যক্তিগত তথ্য চুরি ছাড়াও অজান্তে মোবাইলের টাকা শেষ করে করে ফেলতে পারে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিএসআইএসের গবেষকেরা এ ধরনের ২৪টি অ্যাপের কথা বলেছেন। তাঁরা পরীক্ষা করে গুগল প্লে স্টোরে থাকা এসব অ্যাপে ‘জোকার’ নামের একটি ক্ষতিকর ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন। ইতিমধ্যে এ ম্যালওয়্যারটি প্রায় পাঁচ লাখ ডিভাইসে ছড়িয়েছে।
গবেষকেরা বলেন, জোকার নীরবে বিভিন্ন বিজ্ঞাপনভর্তি ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করে এবং মোবাইল থেকে এসএমএস, কনটাক্ট লিস্ট ও ডিভাইসের নানা তথ্য হাতিয়ে নেয় ।
গত জুন মাসে প্রথম খোঁজ পাওয়া যায় জোকার নামের এ ম্যালওয়্যারটির। যখন এটি কারও স্মার্টফোন বা অন্য ডিভাইসে আক্রমণ করে, তখন এটি এসএমএসের অ্যাকসেস নিতে পারে। এ ম্যালওয়্যার ছড়ানো দুর্বৃত্তরা জোকার ব্যবহার করে স্মার্টফোনের কন্টাক্ট লিস্ট ও ডিভাইসের সব তথ্য হাতিয়ে নিতে পারে। এতে ব্যবহারকারীর প্রাইভেসি বা ব্যক্তিগত গোপন বিষয়গুলো হুমকির মুখে পড়ে যায়। প্রাইভেসি নিয়ে দুশ্চিন্তা বাড়ানোর পাশাপাশি জোকার অনেকটাই গোপনে কোনো অ্যাপের সাবসক্রিপশন চালু করে দেয় বা কোনো ওয়েবসাইটের প্রিমিয়াম সেবা বা অ্যাপ কেনাকাটা করতে পারে।
সফটওয়্যার ডেভেলপার অ্যালেক্সেজ কুপারনিস মিডিয়ামে লেখা এক ব্লগ পোস্টে জোকার ম্যালওয়্যারটি বিশ্লেষণ করেছেন। জোকার ম্যালওয়্যারটি বিশ্বের ৩৭টি দেশে আক্রান্ত অ্যাপের মাধ্যমে ছড়িয়েছে। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে জোকার ম্যালওয়্যার আক্রান্ত ডিভাইস রয়েছে।
■ অ্যাপ্লিকেশনগুলোর নাম জেনে নিন ।
【1】 বিচ ক্যামেরা ৪.২ | Beach Camera 1.2 |
【2】 মিনি ক্যামেরা ১.০.২ | mini camera 5.1.2 |
【3】 সার্টেন ওয়ালপেপার ১.০২ | Certen wallpaper 1.32 |
【4】 রেডওয়ার্ড ক্লিন ১.১.৬ | Redward Cleanup 4.1.1 |
【5】 এজ ফেস ১.১.২ | age Face 5.2 |
【6】 অল্টার মেসেজ ১.৫ | Alter Message 4.1 |
【7】 সবি ক্যামেরা ১.০.১ | Subi Camera |
【8】 ডিক্লেয়ার মেসেজ ১০.০২ | Declare Message 1.12 |
【9】 ডিসপ্লে ক্যামেরা ১.০২ | Display Camera 5.12 |
【10】 র্যাপিড ফেস স্ক্যানার ১০.০২ | Rapid Face Scanner 1.12 |
【11】 লিফ ফেস স্ক্যানার ১.০.৩ | Leaf Face Scanner |
【12】 ব্রড পিকচার এডিটিং ১.১.২ | Broadcast Editing 4.1.2 |
【13】 কিউট ক্যামেরা ১.০৪ | Cute Camera 4.1 |
【14】 ড্যাজল ওয়ালপেপার ১.০. ১১ | Dazzle Wallpaper 1.0. 11 |
【15】 স্পার্ক ওয়ালপেপার ১.১. ১১ | spark wallpaper 1.3. 11 |
【16】 ক্লাইমেট এসএমএস ৩.৫ | Climate SMS 1.1 |
【17】 গ্রেট ভিপিএন ২.০১ | Great VPN 2.0 |
【18】 হিউমার ক্যামেরা ১.১.৫ | Humor Camera |
【19】 প্রিন্ট প্ল্যান স্ক্যান ১.০৩ | Print plan scan 4.1 |
【20】 অ্যাডভোকেট ওয়ালপেপার ১.১.৯ | Advocate wallpapers 4.1.1 |
【21】 রুডি এসএমএস মড ১.১ | Rudy SMS Mode 4.1 |
【22】 ইগনাইট ক্লিন ৭.৩ | Ignite Clean 4.1 |
【23】 অ্যান্টিভাইরাস সিকিউরিটি-সিকিউরিটি স্ক্যান, অ্যাপ লক ১.১.২ |
Antivirus Security-Security Scan, App Lock 4.1.2 |
【24】 কোলাট ফেস স্ক্যানার ১.১.২ | Colat Face Scanner 1.1.2 |
【1】 বিচ ক্যামেরা ৪.২ | Beach Camera 1.2 |
【2】 মিনি ক্যামেরা ১.০.২ | mini camera 5.1.2 |
【3】 সার্টেন ওয়ালপেপার ১.০২ | Certen wallpaper 1.32 |
【4】 রেডওয়ার্ড ক্লিন ১.১.৬ | Redward Cleanup 4.1.1 |
【5】 এজ ফেস ১.১.২ | age Face 5.2 |
【6】 অল্টার মেসেজ ১.৫ | Alter Message 4.1 |
【7】 সবি ক্যামেরা ১.০.১ | Subi Camera |
【8】 ডিক্লেয়ার মেসেজ ১০.০২ | Declare Message 1.12 |
【9】 ডিসপ্লে ক্যামেরা ১.০২ | Display Camera 5.12 |
【10】 র্যাপিড ফেস স্ক্যানার ১০.০২ | Rapid Face Scanner 1.12 |
【11】 লিফ ফেস স্ক্যানার ১.০.৩ | Leaf Face Scanner |
【12】 ব্রড পিকচার এডিটিং ১.১.২ | Broadcast Editing 4.1.2 |
【13】 কিউট ক্যামেরা ১.০৪ | Cute Camera 4.1 |
【14】 ড্যাজল ওয়ালপেপার ১.০. ১১ | Dazzle Wallpaper 1.0. 11 |
【15】 স্পার্ক ওয়ালপেপার ১.১. ১১ | spark wallpaper 1.3. 11 |
【16】 ক্লাইমেট এসএমএস ৩.৫ | Climate SMS 1.1 |
【17】 গ্রেট ভিপিএন ২.০১ | Great VPN 2.0 |
【18】 হিউমার ক্যামেরা ১.১.৫ | Humor Camera |
【19】 প্রিন্ট প্ল্যান স্ক্যান ১.০৩ | Print plan scan 4.1 |
【20】 অ্যাডভোকেট ওয়ালপেপার ১.১.৯ | Advocate wallpapers 4.1.1 |
【21】 রুডি এসএমএস মড ১.১ | Rudy SMS Mode 4.1 |
【22】 ইগনাইট ক্লিন ৭.৩ | Ignite Clean 4.1 |
【23】 অ্যান্টিভাইরাস সিকিউরিটি-সিকিউরিটি স্ক্যান, অ্যাপ লক ১.১.২ |
Antivirus Security-Security Scan, App Lock 4.1.2 |
【24】 কোলাট ফেস স্ক্যানার ১.১.২ | Colat Face Scanner 1.1.2 |
■ HINT FOR YOU |
যে কোন এ্যপস ডাউনলোড করার আগে তার রেটিং পয়েন্ট দেখে নেবেন ।
প্লে প্রটেক্ট কি না দেখে নেবেন । নিচে কমেন্ট গুলো পড়ে দেখবে ,কিছু কিছু মানুষ হনেস্ট কমেন্ট করে থাকে ,সেগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন সেটি ভালো না খারাপ । কারণ এই সব আজেবাজে এ্যপস ডাউনলোড এর ফলে আপনার অজান্তেই বিজ্ঞাপন দিয়ে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে। তাই এই সব প্রতারকদের হাত থেকে সাবধান । অনেক এ্যপস আছে যেগুলোর ভেতর কিছুই থাকে না , আপনি খোলার পর শুধু বিজ্ঞাপন আসবে । তাই সাবধান থাকুন । যেন তেন এ্যপস ডাউনলোড করে নিজের মোবাইল ফোন ঝুঁকির মধ্যে রাখবেন না । আপনার সচেতনতা আপনার নিরাপত্তা নিশ্চিত করে ।
যে কোন এ্যপস ডাউনলোড করার আগে তার রেটিং পয়েন্ট দেখে নেবেন ।
প্লে প্রটেক্ট কি না দেখে নেবেন । নিচে কমেন্ট গুলো পড়ে দেখবে ,কিছু কিছু মানুষ হনেস্ট কমেন্ট করে থাকে ,সেগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন সেটি ভালো না খারাপ । কারণ এই সব আজেবাজে এ্যপস ডাউনলোড এর ফলে আপনার অজান্তেই বিজ্ঞাপন দিয়ে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে। তাই এই সব প্রতারকদের হাত থেকে সাবধান । অনেক এ্যপস আছে যেগুলোর ভেতর কিছুই থাকে না , আপনি খোলার পর শুধু বিজ্ঞাপন আসবে । তাই সাবধান থাকুন । যেন তেন এ্যপস ডাউনলোড করে নিজের মোবাইল ফোন ঝুঁকির মধ্যে রাখবেন না । আপনার সচেতনতা আপনার নিরাপত্তা নিশ্চিত করে ।
THANK YOU ALL.
A N I .
A N I .
No comments