সপ্তাহান্তিক কাল |


THE WEEKEND | সপ্তাহান্তিক কাল |



A N I
ANOWAR NURUL ISLAM
THE WEEKEND | সপ্তাহান্তিক কাল |

■ THE HUB ।
সপ্তাহে সাত দিন । কর্মসূচি পালন করতে এর একটা হিসেব প্রয়োজন ছিল । তাই সপ্তাহ ধরে চলে আসা কাজের লাগাম সপ্তাহের শেষের দিকে অনেকটাই স্বস্তি বয়ে আনে । সপ্তাহান্তিক কাল অনেকের কাছে মধুর একটা নাম । অনেকেই সপ্তাহের শুরু থেকেই দায়বদ্ধ ভাবে গুনতে থাকে সপ্তাহান্তিক কাল।
বাংলা সপ্তাহ শব্দটি গৃহীত হয়েছে সংস্কৃত সপ্তাহ [সপ্ত অহের (দিন) সমাহার (দ্বিগু সমাস)] থেকে।

সপ্তাহের দিনগুলো সুনির্দিষ্ট নাম অভিহিত হয়ে থাকে। এই দিনগুলো অনুক্রমে সাজানো থাকে। সপ্তাহের আরম্ভ যে দিন থাকে, সপ্তাহের শেষে সেই নামটি দিয়ে আবার নতুন সপ্তাহ শুরু হয়। যেমন−
বঙ্গাব্দের দিনগুলো : শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি।গ্রেগোরিয়ানের পঞ্জিকার দিন গুলো : Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday


সৌর-পঞ্জিকানুসারে সাতদিনের সপ্তাহে চার বা সাড়ে চার সপ্তাহে মাস হয়ে থাকে। আর বৎসর হয় 52 সপ্তাহে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত গ্রেগোরিয়ান পঞ্জিকা অনুসারে প্রায় সকল দেশেই সাত দিনের সপ্তাহ-কে মান্য করা হয়। কাল ও দেশের বিচারের তার ব্যতিক্রমও লক্ষ্য করা যায়।

■ ত্রি-দিবস উইক । 
স্পেনের বাস্কু (Basque) ভাষাভাষী অঞ্চলের তিন দিনের উইক ছিল। এই তিন দিনের নাম ছিল
● astelehena ("প্রথম দিন", সোমবার)
● asteartea ("মধ্য দিন", মঙ্গলবার)
● asteazkena ("শেষ দিন", বুধবার)

■ চতুঃ-দিবস উইক । 
আফ্রিকার মহাদেশের ইগ্‌বো (Igbo) জাতির লোকেরা চারদিনের উইক অনুসরণ করে। উইক গণনার এই সূত্র তারা পেয়েছে তাদের লোককাহিনি বা পৌরাণিক কাহিনির সূত্রে।

■ পঞ্চ/ষষ্ঠ দিবস উইক । 
1929 খ্রিষ্টাব্দে সোভিয়েত ইউনিয়ন পাঁচদিনের উইক চাল করেছিল। এই হিসেবে বৎসর গণনা হতো 72 সপ্তাহে। এর ফলে বৎসরে দিন দাঁড়াতো 160 দিনে। এর ভিতরে 5টি জাতীয় দিন ধরে বৎসরের হিসেব করা হতো 265 দিনে। 1931 খ্রিষ্টাব্দে পাঁচ দিনের উইক বাতিল করে তৈরি করা হয় 6 দিনের উইক। এই পদ্ধতিতে  গ্রেগোরিয়ান পঞ্জিকার ৬ষ্ঠ, ১২শ, ১৮শ এবং ২৪শ, ৩০শ দিন ছুটির ছিল। 1940 খ্রিষ্টাব্দের 26 জুন এই পদ্ধতি বাতিল করে সাত দিনে উইক করা হয়।

ইন্দোনেশিয়ার জাভার মানুষ পাঁচ দিনের উইক অনুসরণ করে। এই দিবস গণনার প্রক্রিয়াটি শুরু করেছিল একটি হাতের আঙুলের মাথা গোনার সূত্রে। এদের দিনের নামের সাথে কিছু রহস্যময় রঙ এবং  দিকের নির্দেশ থাকে। যেমন
● লেগি Legi (সাদা এবং পূর্ব)
● পাহিং Pahing (লাল এবং পশ্চিম)
● পোন Pon (হলুদ এবং পশ্চিম)
● ওয়াগে Wage (কালো এবং উত্তর)
● ক্লিওন Kliwon (নীলাভ-লাল এবং কেন্দ্র, মধ্য)

■ ষষ্ঠ-দিবস উইক । 
পশ্চিম আফ্রিকার ঘানা অঞ্চলের আকান জাতির লোকেরা 42 দিনের একটি দিবস-চক্র অনুসরণ করে। এই চক্রে নাম আডাডুয়ানা (Adaduanan)। এই 42 দিন 7টি ভাগে বিভক্ত। এর একটি ভাগকেই 6 দিনের উইক হিসেবে বিবেচনা করা হয়। এদের দিনগুলোর নাম
● Fo (বিচার দিবস)
● Nwuna (আবরিত দিবস, নিদ্রা)
● Nkyi (ধ্বংস দিবস)
● Kuru (রাজকীয় দিবস)
● Kwa (দাস দিবস)
● Mono (প্রারম্ভিক দিবস)

■ অষ্টম-দিবস উইক ।  
খ্রিষ্টীয় পুরোহিতরা সপ্তাহের প্রথম দিনকে ধরেছিল রবিবার এবং খ্রিষ্টীয় আধ্যাত্মিক দর্শনে এই দিনকে সপ্তাহের অষ্টম দিন হিসেব বিবেচনা করা হয়েছিল। তবে অষ্টম-দিবস উইক সাধারণ মানুষের জীবনে তেমন প্রভাব ফেলতে পারে নি। মূলত রবি থেকে রবিবার পযর্ন্ত দিনের সংখ্যা দাঁড়ায় ৮টি। এই দিবস একককে বলা হয় অষ্টক (octave)। এই অষ্টকের বিচারেই এই উইক বিচার করা হতো।
অষ্টম-দিবস উইক মান্য করে থাকেন মায়ানমারের থেরাভাডা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভিতরে। এরা প্রচলিত বুধবারকে দুই ভাগে ভাগ করে দুই দিনে পরিণত করেছে। এর প্রথমভাগের নাম শুদ্ধ বুধবার এবং রাহু।

■ নবম-দিবস উইক ।  
খ্রিষ্টীয় ১৪শ শতকে বাল্টিক সংস্কৃতিতে যে চান্দ্র-সৌর পঞ্জিকা প্রচলিত ছিল, তাতে ৯ দিনের উইক ছিল। লাটভিয়াতে প্রাপ্ত প্রাচীন তথ্য থেকে জানা যায়, সেখানে ৩ সপ্তাহে মাস গণনা ছিল এবং ৯ দিনে সপ্তাহ ছিল।
দশম-দিবস উইক
1793 খ্রিষ্টাব্দের অক্টোবর থেকে 1802 খ্রিষ্টাব্দের এপ্রিল মাস পর্যন্ত ফ্রান্সে দশ দিনের উইক চালু ছিল। পরে এই পদ্ধতি বাতিল করা হয়।
চীনের জিয়া রাজবংশের (207-1600 খ্রিষ্টপূর্বাব্দ) আমলে দশ দিনের উইক ছিল। প্রাচীন মিশরের দশ দিনের উইক ছিল। তিন উইকের বিচারে প্রতিমাস ছিল 30 দিনে। তবে বৎসরের শেষে 3 দিন নতুন যুক্ত করা হতো।

■ ত্রয়োদশ-দিবস উইক । 
আমেরিকা মহাদেশের আকজটেক ও মায়া সভ্যতায় 260 দিনে বৎসর গণনা করা হতো। এদের উইক ছিল 13 দিনের। এর নাম ছিল Trecena। মোট 20 সপ্তাহে এক বৎসর হতো। তবে বৎসর সৌর বা চান্দ্র বৎসরের সাথে মিল ছিল না।
এদের সৌর বৎসর 365 দিনে ছিল। এদের মাস ছিল 20 দিনে। মোট 18 মাসে বৎসর হতো। এই এই হিসেব অনুসারে বৎসরের দিনের সংখ্যা ছিল 360 । বৎসরের শেষে এর সাথে 5 দিন যুক্ত করে 365 দিন করা হতো। এদের উইক ছিল 5 দিনের এবং 4 উইকে মাস হতো।

THANK YOU ALL.
A N I .।


Powered by Blogger.