একজন রানু মন্ডল |
A N I ____
ANOWAR NURUL ISLAM _____
RANU MONDOL | একজন রানু মন্ডল |
ANOWAR NURUL ISLAM _____
RANU MONDOL | একজন রানু মন্ডল |
■ রানু মন্ডল ।
নদিয়ার রানাঘাট স্টেশনের প্ল্যাটফর্মে বসে লতা মঙ্গেশকরের ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানটি গেয়ে নেটদুনিয়ায় ইতিমধ্যেই স্টার রানু মণ্ডল। সেই গান ভাইরাল হওয়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে গান রেকর্ডের আমন্ত্রণ পাচ্ছেন রানাঘাটের রানু। এ বার তাঁকে গান রেকর্ডের সুযোগ করে দিলেন জনপ্রিয় বলিউড গায়ক হিমেশ রেশমিয়া।
আসছে হিমেশের পরবর্তী ছবি ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’। সেই ছবিরই ‘তেরি মেরি কহানি’ গানটি রেকর্ড করা হয়েছে রানুর গলায়। গান সেই রেকর্ডের ভিডিয়ো বৃহস্পতিবার রাতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন হিমেশ রেশমিয়া। তার পর ফের ভাইরাল হয়েছে রানুর ভিডিয়ো। পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে সেই ভিডিয়ো দেখে ফেলেছেন প্রায় ২ লক্ষের বেশি ইউজার।
রানুকে দিয়ে গান রেকর্ড করানোর ব্যাপারে হিমেশ বলেছেন, ‘‘সলমন (খান) ভাইয়ের বাবা সেলিম চাচা আমাকে এক বার বলেছিলেন, জীবনে যখনই কোনও প্রতিভাবানের খোঁজ পাবে তখন তাঁর প্রতিভার বিকাশের জন্য সাহায্য করবে।’’ রানুকে দিয়ে গান রেকর্ড করিয়ে সলমনের বাবার দেওয়া উপদেশের তিনি সদ্ব্যবহার করলেন বলে জানিয়েছেন হিমেশ।
■ ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না।
আর দমিয়ে রাখা যায় না প্রতিভাকে। রানাঘাটের রাণু মণ্ডলের জীবন বদলে দিল একটা ভাইরাল ভিডিয়ো। তাঁর কণ্ঠে লতা মঙ্গেশকরের গান রাজ্যের গণ্ডি ছাপিয়ে সুনাম কুড়িয়েছে গোটা দেশে। আর সেই কণ্ঠই এবার শোনা যাবে সিনেমার প্লে ব্যাকে। তাও আবার বলিউডের নামজাদা সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট।
আর দমিয়ে রাখা যায় না প্রতিভাকে। রানাঘাটের রাণু মণ্ডলের জীবন বদলে দিল একটা ভাইরাল ভিডিয়ো। তাঁর কণ্ঠে লতা মঙ্গেশকরের গান রাজ্যের গণ্ডি ছাপিয়ে সুনাম কুড়িয়েছে গোটা দেশে। আর সেই কণ্ঠই এবার শোনা যাবে সিনেমার প্লে ব্যাকে। তাও আবার বলিউডের নামজাদা সুরকার হিমেশ রেশমিয়ার সঙ্গে ডুয়েট।
'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' নামে হিমেশের একটি ছবি মুক্তির অপেক্ষায়। ছবিতে অভিনয় করেছেন সুরকার নিজেই। দ্বৈত চরিত্র রয়েছে তাঁর। ওই ছবিতেই প্লে ব্যাক করছেন রানু মণ্ডল। গাইছেন, তেরি মেরি, তেরি মেরি কাহানি...
রানাঘাট স্টেশনে নিত্যযাত্রীদের আবদারে লতা মঙ্গেশকরের গান গাইতেন রানু মণ্ডল। ফেসবুকে তাঁর গানের ভিডিয়ো পড়ে গোটা দেশে।। কলকাতা, মুম্বই, কেরল এমনকি বাংলাদেশ থেকেও গান গাওয়ার ডাক এসেছে তাঁর। মুম্বইয়ের একটি রিয়েলিটি শোতে গান গাওয়ার আমন্ত্রণও পেয়েছিলেন। কিন্তু পরিচয়পত্র না থাকায় সমস্যা হয়। মুম্বইয়ের বাবুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল রানু মণ্ডলের। স্বামী মারা যাওয়ার পর রানাঘাটে ফিরে আসেন তিনি। রেলস্টেশনে ঘুরে ঘুরেই গান গাইতেন। তারপর... ভাইরাল ভিডিয়ো। আর স্টেশন থেকে সোজা পৌঁছে গেলেন মুম্বইয়ের গান রেকর্ডিং স্টুডিয়োয়।
THANK YOU ALL
A N I .