5টি জিনিস এখনই ছাড়া উচিৎ আপনার
A N I
ANOWAR NURUL ISLAM
5 THINGS TO QUIT RIGHT NOW
5 টি জিনিস এখনই ছাড়া উচিৎ আপনার
【1】 TRYING TO PLEASE EVERYONE |
প্রত্যেকে দয়া করে চেষ্টা করুন |
অর্থাৎ কাউকে কোন কাজের আদেশ না দিয়ে নিজেই করে ফেলুন । দেখবেন সফলতা খুব তাড়াতাড়ি সম্ভব হবে । সবাই যদি এরকম মন মানসিকতা নিয়ে এগুতে থাকে তাহলে কোন কাজে আর বাধা থাকবে না । কোন কাজ আর অপূর্ণ থাকবে না ।
【2】 FEARING CHANGE | ভয়ে পরিবর্তন আসা |
অর্থাৎ কোন কিছুর ভয় দেখিয়ে পরিবর্তন আনার চেয়ে নিজে থেকেই সংশোধন হয়ে যাওয়া উত্তম । যেমন কাউকে আইনের ভয় দেখিয়ে তামাক কিংবা নেশা জাতীয় অভ্যাস থেকে ফিরিয়ে আনার চেয়ে সে যদি নিজেই ভালো হয়ে যায় ,তাহলে সেটাই উত্তম ।
【3】 LIVING IN THE PAST | অতীতে বসবাস |
অর্থাৎ অতীতের ব্যর্থতা বা সফলতা নিয়ে পড়ে থাকার চেয়ে বর্তমান এবং ভবিষ্যতের কথা মাথায় রাখা ভালো । অনেকেই হারানো অতীত নিয়ে অনেক আক্ষেপ করে থাকে এটা একদম উচিৎ নয় । সময় থেমে থাকে না । সময় যেমন এগিয়ে যাচ্ছে আপনাকেও এগিয়ে যেতে হবে । সফলতা আর ব্যর্থতা সব পেছনে পড়ে থাক । এই ধরনের অভ্যাস আজই বাদ দিতে হবে ।
【4】 PUTTING YOURSELF DOWN | নিজেকে নিচে রাখা |
নিজেকে কখনও ছোট ভাবা যাবে না । প্রত্যেক মানুষ নিজের অবস্থানে মহান।
তাই নিজেকে ছোট ভেবে পেছনে ফেলে রাখবেন না । আপনি যদি ভাবেন ঐ ব্যক্তি আমার চেয়ে ধনী ,আমি কি ভাবে তার থাকে যাবে তাহলে আপনি ভুল করছেন, তাহলে আপনি পেছনেই পড়ে থাকবেন, এগুতে পারবেন না । এই ধরনের অভ্যাস আপনাকে আজই বর্জন করতে হবে ।
【5】 OVER THINKING | অতিরিক্ত চিন্তা করা |
কোন বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা যাবে না । চিন্তা করে কাজ করা ভালো ,কিন্তু অতিরিক্ত চিন্তা আপনার চেতনায় আঘাত করবে । তাই বেশি চিন্তা না করে নেমে পড়ুন ,সফলতা আসবেই । অনেকেই অতিরিক্ত চিন্তার ফলে ভেঙে পড়ে, কাজের উদ্দেশ্য হারিয়ে ফেলে, তাই এই ধরনের অভ্যাস আজই ত্যাগ করতে হবে ।
THANK YOU ALL.
A N I .