10টি বৈশিষ্ট্য টাকা দিয়ে কেনা যায় না |

Top 10

A N I

ANOWAR NURUL ISLAM

10 THINGS MONEY CAN'T BUY

10টি বৈশিষ্ট্য টাকা দিয়ে কেনা যায় না 



【1】 MANNERS | বিনয় |
বাংলা ভাষার সবচেয়ে নরম তুলতুলে শব্দ । কথায় আছে , যত বিনয় হবে তত প্রণয় পাবে । নম্রতা এবং ভদ্রতা মানুষকে সীমাহীন উচ্চতায় নিয়ে যায় । আপনি মানুষের সাথে যত বিনয় হয়ে কথা বলবে ,আপনার সম্মান আপনার প্রতি শ্রদ্ধা ততই বেড়ে যাবে । তাই আপনি ধনী হোন,গরিব হোন।শিক্ষিত হোন,মুর্খ হোন আপনার ব‍্যাবহার হতে হবে বিনয়ের সাথে ।

【2】 MORALS | সুনীতি |
আপনি একজন নেতা হোন কিংবা সংসারের পিতা হোন আপনার নীতি হতে হবে সঠিক ,ন‍্যায় । নীতির কারণে আজ পদে পদে দুর্নীতি হচ্ছে ।নীতির কারণে আজ প্রতিটি কাজে দুর্নীতি হচ্ছে । তাই দেশ হোক,সমাজ হোক ব‍্যক্তি হোক আপনার নীতি সঠিক হতে হবে । মানুষের ভেতর লোভ লালসায় ভরা । নীতির উপর টিকে থাকতে পারেনা । এই ন‍্যায় নীতির গুন আপনি টাকা দিয়ে কোন দিন কিনতে পারবেন না । যতদিন না আপনি মন থেকে সৎ না হোন ।

【3】 RESPECT | সম্মান |
সম্মান দাও ,সম্মান নাও । আপনি কাউকে সম্মান করলে আপনি নিজেও সম্মান পাবেন । আসলে সম্মান আপনি চাইলে খুঁজে পাবেন না । এটি সৃষ্টিকর্তার অনেক বড় দান।  তিনি যাকে চান সীমাহীন সম্মান দান করেন । আর তিনি যাকে চান পথে পথে ,অনেক উচ্চ পদে রেখেই অপমান করেদেন ।
এই সম্মান জিনিসটা আপনি চাইলেই কিনতে পাবেন না । আপনি চাইলে নেতার আসন কিনতে পারেন, আপনি চাইলে শাসনন দখল করতে পারেন।কিন্তু সম্মান শ্রদ্ধা আপনি জোর করে বা টাকা দিয়ে কিনতে পারবেন না ।

【4】 CHARACTER | চরিত্র |
মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য চরিত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় । আপনার, আমার, আমাদের চরিত্র যত দিন ঠিক না হবে ততদিন সফল হ‌ওয়া যাবে না ।
আপনার চরিত্র হতে হবে সাবলীল, এবং পবিত্র । আপনার চরিত্র আপনার বংশের পরিচয় দেবে।। এটি আপনি টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি কিছু দিয়েই কিনতে পারবেন না ।

【5】 COMMON SENSE | সাধারণ বোধ |
সাধারণ বোধ আপনার নিজস্ব ব্যক্তিগত সীমারেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ । আপনি গভীর কিছু চিন্তা করার আগে সাধারন কিছু জেনে রাখুন । তাহলে আপনার পথ চলা,আপনার কথা বলা,আপনার কৌশল কলা অনেকটা সহজ হয়ে যাবে । আপনি কোথায় কি বলবেন, আপনি কাকে কি বলবেন এগুলো আগে বুঝবে হবে । ভাবতে হবে । জ্ঞান অর্জন করতে হবে ।

【6】 TRUST | বিশ্বাস |
আপনার প্রতি মানুষের বিশ্বাস, মানুষের প্রতি আপনার বিশ্বাস এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় । আপনি যদি কাউকে বিশ্বাস না করেন তাহলে তার প্রতি আপনার আস্থা আসবে না । কেউ যদি আপনাকে বিশ্বাস না করে তাহলে আপনার প্রতি তার শ্রদ্ধা জাগবে না । তাই পরস্পর আস্থা এবং বিশ্বাস স্থাপন করতে হবে । এটি শুধুমাত্র মন থেকে চাইলেই পারবেন । টাকা খরচ করতে হবে না । আর টাকা খরচ করলেও পাবেন না ।

【7】 PATIENCE | ধৈর্য |
একজন মানুষের জীবনের সফলতার পেচনে ধৈর্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় । কথায় আছে , ধৈর্য ধরলে ধৈর্যের ফল মিষ্টি হয় । যেকোনো কাজে হঠাৎ করেই কিংবা শুরু থেকেই সফলতা মুখ তুলে তাকায় না । ধৌর্য ধরে পরিস্থিতি অবলোকন করতে হবে । একদিন সফলতা আসবেই ।

【8】 CLASS | জাত |
মানুষের জাত কুল টাকা খরচ করে কেনা যায় না । জাত কুল বংশ পরম্পরা এগুলো মহান দান । আপনি চাইলেই কোন খানদানী ঘরে জন্ম নিতে পারবেন না । আপনি চাইলে জাত কিনতেও পাবেন না । জাত কুল কারো কপালে লিখা থাকে না ।

【9】 INTEGRITY | একতা |
একতা,শান্তি, প্রগতি ,একগুচ্ছ মুক্তোর মতো মূল্যবান কথা । একতাই শক্তি, একতাই বল । আপনি এক সবকাজ করতে পারবেন না তাই কথায় আছে দশের লাঠি, একের বোঝা । সমাজ, দেশ,জাতি রাজনীতি সবকিছুতেই একতা থাকা উচিত । যে কোন দলের ভেতরে একতা থাকলে সেদল কখনো দুর্বল হয়না । তাই একতা বল । একতাই শক্তি ।

【10】 LOVE | ভালোবাসা |
ভালোবাসা শব্দটি পৃথিবীতে সবচেয়ে মধুর । ভালোবাসার ধরন সীমাহীন ।
ভালোবাসার সম্পর্ক সীমাহীন । সমাজের ছোট বড়,ধনী গরীব, ছাত্র শিক্ষক, মালিক শ্রমিক সকলের পরস্পর ভালোবাসা থাকা,ভালোবাসা রাখা অত্যন্ত জরুরি । ভালোবাসা দিয়েই পৃথিবী বদলানো সম্ভব ।

LOVE AND RESPECT TO ALL
A N I .


Powered by Blogger.